Thursday, 18 May 2017

চিকনগুনিয়া Fever সম্পর্কে বিস্তারিত জেনে নিন.....

চিকনগুনিয়া Fever সম্পর্কে বিস্তারিত জেনে নিন......
চিকনগুনিয়া Fever সম্পর্কে বিস্তারিত

চিকনগুনিয়া Fever সম্পর্কে বিস্তারিত জেনে নিন.

>এটি সাধারনত এডিস মশার কামড়ে হয়ে থাকে.... এটি ডেঙ্গুজ্বরের মতই লক্ষণ প্রকাশ করে থাকে...নরমালি ডেঙ্গুজ্বরে যেমন রেশ (লাল লাল গোটার মত) দেখা যায় ঠিক তেমনি এখানেও দেখা যায়। তবে ইদানিং ঢাকায় এটা বেশি হচ্ছে।

Health Tips

Fojla Rahman Zia

লক্ষণ:

বেশি পরিমান জ্বর ১০৩/১০৪ ডিগ্রী ফারেনহাইট,জয়েন্টে ব্যথা,>বমি বমি ভাব, >খেতে না পারা,>মুখে রুচি নষ্ট হয়ে যাওয়া,>খাবারে স্বাদ না পাওয়া

এজেন্ট/যে ভাইরাসের কারনে হয়:

চিকনগুনিয়া ভাইরাস

যে মশা ভাইরাসটি ছড়ায়:

এডিস মশা।

মশাটির জন্ম স্থান কোথায়:

ফুলের টপে জমে থাকা পানি,>ঘরের কোনে জমে থাকা পানি,>Artificial Collection of water

কখন মশা কামড়ায়?:

day time বেশি আর সন্ধ্যাবেলায়

চিকিৎসা কি?

লক্ষণ দেখা যাওয়ার সাথে ,>Napa/Napa extra/Paracitamol জাতীয় ওষধ খাবেন। বেশি বেশি পানি খাবেন,>স্যালাইন খাবেন,>খাবার দাবার খাবেন বেশি করে,>রাতের বেলার জ্বর বেশি হয়ে গেলে Napa sapositories ব্যবহার করবেন।>পরিস্থিতি বিবেচনা করে হসপিটালে যাওয়াই ভালো

প্রতিরোধ ঃ

মশারী ব্যবহার করবেন,>কয়েল এরোসল ব্যবহার করবেন,>আর একটা কথা ফুলের টপে পানি জমতে দিবেন না।
© SQUARE DOC
Share:

0 comments: